মতলব দক্ষিণে ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

মতলব প্রতিনিধি :
কৃষি সম্প্রসারন অধিদপ্তর মতলব দক্ষিণ উপজেলার আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরে নোয়াখালী, ল²ীপুর, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গত ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ২ জুন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম। প্রতিটি ব্যাচে ৩০ জন করে ৫টি ব্যাচে এ প্রশিক্ষণ চলবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির জন্যই এই প্রশিক্ষণ। করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষকদেরকে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছেন। এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই নির্দেশনা প্রদান করেছেন। বসতবাড়ীতে ও বাড়ীর আঙ্গিনায় অধিক পরিমানে সবজি চাষের প্রযুক্তি নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষকদের প্রতি গুরুত্ব প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply