মান্দারী আলিম মাদ্রাসায় মুজিব কর্ণারের উদ্বোধন

মিজান পাটোয়ারী :
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী আলিম(প্রস্তাবিত ফাজিল) মাদ্রাসায় মুজিব কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর রবিবার মাদ্রাসা কক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য বর্তমান প্রজম্মকে জানাতে ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও আদর্শকে স্মরনীয় বরনীয় করে রাখতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব কর্ণার করার নির্দেশ প্রদান করার আলোকে এ মাদ্রাসায়ও মুজিব কর্নার এর শুভ উদ্বোধন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমাদ এর সভাপতিত্বে, আরবি প্রভাষক ড.আলহাজ্ব হযরত মাওলানা মোশারফ হোসেনের উপস্থাপনায় মুজিব কর্নার এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
তিনি তার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং মুজিব কর্নার এর প্রয়োজনীয়তা প্রতিষ্ঠানে কেন প্রয়োজন তা তিনি সকলের সামনে তুলে ধরেন। তিনি বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের অনলাইনে পাঠদান অব্যাহত রাখার জন্য সকলের প্রতি তিনি অনুরোধ করেন। এছাড়া শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তায় ছাত্র ছাত্রীদেরকে প্রতিষ্ঠানে আনা হলে স্বাস্থ্যবিধি মেনে এবং মাক্স পরিধান করে সকলকে সতর্কতার সহিত দায়িত্ব পালনের পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষক মোঃ আওলাদ হোসেন মোল্লা। উক্ত মুজিব কর্ণারটি প্রতিষ্ঠায় মাদ্রাসার প্রভাষক (বাংলা) মোঃ তারিকুল ইসলাম ও সিনিয়র শিক্ষক (আইসিটি) মোহাম্মদ সাইফুল গনি এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।
অবশেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমাদ।

শেয়ার করুন

Leave a Reply