মুজিব শতবর্ষে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে চাঁদপুরে ডিপ্লোমা কৃষিবিদদের মতবিনিময় সভা

এইচ.এম নিজাম :
মুজিব শতবর্ষ উপলক্ষে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ডিপ্লোমা কৃষিবিদ দের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে চাঁদপুর জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর সভাপতি মোঃ সরোয়ার মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খামার বাড়ি প্রশিক্ষণ উইং পরিচালক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরি ইকবাল।
বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিৎ কুমার মল্লিক, উপ পরিচালক আবুল কালাম আজাদ ভূঁইয়া, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর সাধারণ সম্পাদক ইউনুস পাটোয়ারী পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষি প্রকৌশলী ওসমান গনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট এর সহ-সভাপতি মোহাম্মদ আমির হোসেন, সহ সাধারণ সম্পাদক বাবু নরেশ চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply