মেহার দক্ষিণ ইউপির নির্বাচনে নৌকা প্রতীক রুহুল আমিনের বিজয়

জাকির হোসাইন খান :
শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিণ ইউপির উপ-নির্বাচনে প্রশাসনের কঠোর নিরাপত্তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিপুল ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ওই ইউনিয়নে মোট ভোটার ৭৪৪২। এর মধ্য ৫০২৭ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্য ৫৬ ভোট অবৈধ (বাতিল) ঘাষণা করেন নির্বাচন অফিস। মোট ৪৯৭১ বৈধ ভোটের মধ্য আওয়ামলীগের দলীয় প্রার্থী মোঃ রুহুল আমিন নৌকা প্রতীকে পেয়েছেন ২৪০০ ভোট, তার নকটতম প্রতিদ্বন্দ্বি কাজী জাহাঙ্গীর অলম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক পেয়েছেন ১৫৮৯ ভোট এবং বিএনপির দলীয় প্রার্থী মোঃ মাসুদ কবির ধানের শীর্ষ প্রতীক পেয়েছেন ৯৮২ ভোট। আওয়ামী লীগের প্রার্থী মোঃ রুহুল আমিন নৌকা প্রতীক ৮১১ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অপরদিকে উপজেলার সূচীপাড়া দক্ষিন ইউপির ৬নং ওয়ার্ড কৃষ্ণপুরে উপ -নির্বাচনে সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ হুমায়ুন কবির। এবং একই দিন উপজেলার চিতোষী পশ্চিম ইউপির ৭ নং ওয়ার্ডে সদস্য পদে মোঃ কামাল হোসেন ফুটবল প্রতীকে ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জহিরুল ইসলাম মোরগ প্রতীক ৪০৬ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply