শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলাবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। যা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। আজ আমরা সেই বিজয়ের ৪৯ বছরপূর্তি উদ্যাপন করছি। দেশব্যাপী করোন মহামারীতে আতঙ্কের মাঝেও বাঙালি আজ মহান বিজয় উদ্যাপন করবে। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির কাছে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন তার সবগুলো তিনি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন। আর এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সেই পরাজিত শক্তি এবং তাদের দোসররা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, দেশী-বিদেশী কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না যদি বাঙালি ঐক্যবদ্ধ থাকে। তিনি চাঁদপুর ও হাইমচরের আপামর জনতাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছাসহ মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply