শেখ রাসেল দিবস উপলক্ষে চাঁসক শিক্ষার্থীদের মাঝে উন্নত মাক্স বিতরণ

আশিক বিন রহিম :
জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন (শেখ রাসেল দিবস) উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত মাক্স বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কলেজের রাজু ভবন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এবং অত্যন্ত সুশৃংখলভাবে শিক্ষার্থীদের হাতে মাক্স তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে কলেজের লোগোসম্বলিত কাপড়ের তৈরী মাক্স তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, কলেজের উপাদক্ষ্য প্রফেসর মো. আবুল খায়ের সরকার, জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ জানান, শেখ রাসেল দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ। আমরা প্রথম ধাপে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেছি। পরর্তীতে একে একে সকল বিভাগের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply