সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার প্রত্যয়

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন
: আশিক বিন রহিম ::
মহান মুক্তিযুদ্ধে যাদের রক্ত, প্রত্যয় ও ত্যাগ-তিথিক্ষার বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এসেছে, সেই বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে সারা দেশের ন্যায় চাঁদপুরেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের ৪৯তম বার্ষিকী পালিত হয়েছে। শহীদদের স্বপ্ন পূরণে উগ্রবাদের মূলোৎপাটন ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার প্রত্যয়ে ১৬ ডিসেম্বর জেলা সর্বত্র এই বিজয় দিবস পালন করা হয়। দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের অপচেষ্টায় লিপ্ত নব্য রাজাকার ও মৌলবাদী শক্তিকে প্রতিহত করার পাশাপাশি করোনা মহামারির এই দুঃসময়কে জয় করে গণতান্ত্রিক, শোষণ ও বঞ্চনামুক্ত দেশ গড়ারও অঙ্গীকার ব্যক্ত করা হয়। তবে মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে এ বছর বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি।
দিবসের প্রথম প্রহরেই মুক্তিযদ্ধে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে উপস্থিত হয়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই পুস্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
এছাড়াও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর থানা আওয়ামী লীগ, সদর উপজেলা যুবলীগ, সদর থানা যুবলীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ, জেলা রিক্সা শ্রমিকলীগ, জেলা কৃষকলীগ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ, চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন, জেলা গণফোরাম, বাসদ চাঁদপুর জেলা, স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদমুখ, কিউআরসি চাঁদপুর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ১৫০ মে. বিদ্যুৎ কেন্দ্র শাখা, চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিম, বিআইডাব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সুজিত রায় নন্দীর পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদ চাঁদপুর জেলা, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ চাঁদপুর, মহিলা পরিষদ চাঁদপুর জেলা শাখা, ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশন চাঁদপুর জেলা, এডাব চাঁদপুর জেলা, চাঁদপুর চাইনিজ মালিক সমিতি, চাঁদপুর জেলা মটর ইউনিয়ন, আব্দুর রব স্মৃতি সংসদ চাঁদপুর, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি, চাঁদপুর জেলা, বাংলাদেশ তরিকত ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁদপুর জেলা, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠন, শিল্প চড়া, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সরকারি আইন কর্মকর্তাবৃন্দ।
সরকারি দপ্তরগুলোর মধ্যে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, রেজিষ্ট্রেশন বিভাগ চাঁদপুর, বিটিসিএল চাঁদপুর, চাঁদপুর সড়ক বিভাগ, চাঁদপুর ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট চাঁদপুর, মৎস্য অধিপ্তর চাঁদপুর, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর চাঁদপুর, বিআইডাব্লিউটিএ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁদপুর উপকেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর, চাঁদপুর, অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁদপুর অঞ্চল, চাঁদপুর, চাঁদপুর জেলা শিক্ষা অফিস, চাঁদপুর জেলা খাদ্য বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, বিসিক চাঁদপুর, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বিএমএ চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, নার্সিং কর্মকর্তাবৃন্দ, সাহিত্য একাডেমী চাঁদপুর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা, অনলাইন সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর সদর (পারিয়া), বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ- চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরাণবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি চাঁদপুর, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণি মডেল উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়, ডিএন উচ্চ বিদ্যালয়।
এদিকে বুধবার সকাল থেকেই জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবারের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর মসজিদে ও সুবিধাজনক সময়ে অন্যান্য উপসানালয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়।
দিবস উপলক্ষে জেলা সদর ছাড়াও উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ পেশাজীবী সংগঠনগুলো উপজেলায় আয়োজিত মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply