হাইমচরে জাটকা ধরায় আটক ১০ জেলে কারাগারে

হাইমচর প্রতিনিধি :
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা জাটকা ধরায় ১০ জেলকে আটক করেছে নৌপুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২২ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে জাটকা নিধনকালে হাতেনাতে আটক করেন হাইমচর নীলকমল নৌ-পুলিশ।
আটক জেলেরা হলেন : চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ড মাষ্টার ঘাট এলাকার নজরুল (২৮), জাহাঙ্গীর হোসাইন (২১), দেলোয়ার হোসেন (২৪), শাহজাহান (৪৫), রনি সরকার (২০), মো. হযরত আলী (২১), মো. সালাউদ্দিন (২৫), কুদ্দুস আলী (২০), আবদুল আজিজ (২০), বিল্লাল হোসেন (২৮)।
নীলকমল পুলিশ ফাঁড়ি ইনচার্জ আ. জলিল বলেন, নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
চাঁদপুর কোর্ট ইন্সপেক্টর মো. শাহ আলম জানান, হাইমচরে আটককৃত জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply