হাজীগঞ্জে চুরির চেষ্টা, দুইজনকে আটকে মারধরের পর পুলিশে সোপর্দ

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো বিক্রমপুরের দুই চোর। পরে ধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ঘটনাটি শনিবার হাজীগঞ্জ কাপড়িয়া পট্রির দক্ষিণ মাথায় মেয়র পার্কের পিছনে দিলদার কটেজের ৫ম তলায়।
বিল্ডিংয়ের মালিক ফরহাদ পারভেজ জানান, পাঁচ তলার রুমের দরজা বন্ধ ছিল। তারা তালা বন্ধ করে ঢাকায় বেড়াতে যায়। ঘটনার দিন চোর চক্র তালা ভেঙ্গে পাঁচ তলার ওই রুমে ঢুকে চুরি করছিল। ওই সময় বাড়ির দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে চার দিক থেকে লোকজন ছুটে এসে দুই জনকে আটক করে।
একজন হাত পসকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ চোর চক্রের বরাত দিয়ে জানায়, আটককৃত দুই চোর বিক্রমপুর টঙ্গিবাড়ি থানার সুমন হোসেন (৪২), বিক্রমপুর জেলার চড়পাড়া থানার লিটন হোসেন(৪৫)। পালিয়ে যাওয়া চোরের নাম অনিক। তার বাড়ি ও বিক্রমপুর। পালিয়ে যাওয়া অনিক হাজীগঞ্জে ফার্নিচারের দোকানে কাজ করে বলে জানান চোর চক্র।

হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক নাজিম হোসেন জানান, ৫ম তলা ভবনে চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, আটককৃত চোর চক্রকে জেলহাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply