হাজীগঞ্জ পৌর সভার ১১ পূজামন্ডপে চেক বিতরন করলেন পৌরমেয়র

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন হাজীগঞ্জ পৌর এলাকার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন। মঙ্গলবার সকালে পৌর মিনায়তনে দূগাপুজা উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর সচিব নুরে আজম শরিফের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আবু রায়হান জনী, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুহিদাস বনিক, সহসভাপতি সঞ্চয় কর্মকার, সাধারণ সম্পাদক বাবু সমির লাল দত্ত, যুগ্ন সম্পাদক লিটন দাস। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, পৌর কাউন্সিলর হাবীবুর রহমান, রিটন চন্দ্র সাহা, এমরান মুন্সী, কাজী মিরন, কাজলী রানী সরকার, জোহরা বেগমসহ ভিবিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। হাজীগঞ্জ পৌর সভায় মোট ১১ টি পুজা মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
সভায় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষ থেকে মেয়র আর্থিক অনুদানের চেক হস্তান্তর ও মেয়রের পক্ষ থেকে দূর্গাপুজার ব্যানার বিতরন করা হয়।
এ দিকে সভায় মেয়র আসম মাহবুব উল আলম লিপন সরকারের দেয়া নির্দেশনা পড়ে শুনান এবং স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার পরামর্শ প্রদান করেন।
এবার হাজীগঞ্জে মোট ২৭ টি পুজা মন্ডপে দূর্গপুজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply