৪নং কালচোঁ ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী এস এম মানিকের স্বাগত মিছিল

শাখাওয়াত হোসেন শামীম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে সাংগঠনিক গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তৃণমূল প্রতিনিধি সভা এবং বর্ধিত সভার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ২রা অক্টোবর শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি যোগদান করেন। সভায় যাবার পথে হাজীগঞ্জ বাজারে শনিবার সকালে ৪ নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী রোটারিয়ান এস এম মানিক স্বাগত মিছিলে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে হাজীগঞ্জ বাজারে প্রবেশ করে।
ওই সময় চেয়ারম্যান পদ প্রার্থী রোটারিয়ান এস এম মানিক বলেন, দীর্ঘদিন পর তৃণমূলের এই বর্ধিত সভা হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। চাঁদপুরে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন। এমপি স্যারের আগমনে ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে হাজীগঞ্জ বাজারের স্বাগত মিছিল করতে পেরেছি। এমপি স্যার যাওয়ার পথে স্বাগত জানাতে পেরে আনন্দিত তিনি। ওইসময় তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে সকলের কাছে দোয়া কামনা করেন।
বর্ণাঢ্য মিছিলে উপস্থিত ছিলেন, ৪ নং কালোচৌঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আয়ামীলীগের সভাপতি মো. আবুল হাশেম , ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হোসেন গাজী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া খলিফা, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মজুমদার, সাধারণ সম্পাদক সাগর মোল্লা, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রধানিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পদক মোস্তফা তপদার ও আওয়ামীলীগ নেতা পলাশ মাস্টার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র শীল, যুগ্ন আহবায়ক আশরাফ মজুমদার, যুবলীগ নেতা ফারুক মল্লিক, আবুল কালাম, সাগর খলিফা, শাহজাহান মজুমদার, জসিম ভুঁইয়া, মানিক খলিফা, কাউছার দরবেশ, সোহাগ মজুমদার, এমরান মজুমদার, ছাত্রলীগ নেতা হাবীব মোল্লা, ফয়সাল বেপারী, ইসমাইর কাজী, মেহেদী হাসান, কামরুল ইসরাম গাজী, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদ উল্লাহ, মো. আলফাজ্জউদ্দিন চৌধুরী, মো. আব্দর রব পাটওয়ারি, চাঁন মিয়া খলিফা, জয়নাল আবেদীন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply