আজ থেকে চাঁদপুরে আবারও টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আজ ৫ সেপ্টেম্বর রোববার থেকে আবারও শুরু হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা। শনিবার বিকেলে চাঁদপুরে টিকা এসে পৌছেছে। এ ধাপে সিনোফার্মের টিকা এসেছে ১ লাখ ৫ হাজার ডোজ।
টিকা সংকটের কারণে গত মঙ্গলবার থেকে চাঁদপুরের বিভিন্ন কেন্দ্রে টিকাদান বন্ধ হয়ে যায়।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, শনিবার যে টিকা এসেছে তা দিয়ে ১ লাখ ৫ হাজার জনকে টিকা দেয়া যাবে। এর মধ্য থেকেই প্রথম ডোজ এবং যারা প্রথম ডোজ দিয়েছে তারা দ্বিতীয় ডোজ পাবেন। এছাড়া আগামী ৭ সেপ্টেম্বর থেকে যে গণটিকার ক্যাম্পেইন হবে সেখানে দেয়া হবে ৬২ হাজার টিকা। আর বাকী ৩৪ হাজার ডোজ জেলা এবং উপজেলা পর্যায়ে দেয়া হবে।
সিভিল সার্জন বলেন, আগের নিয়মানুযায়ী রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

শেয়ার করুন

Leave a Reply