শীতে বাড়ছে রোটা ভাইরাসের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে রোটা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা শীতে দিন দিন বাড়ছে। এদের বেশির ভাগই শিশু। গত ১০ দিনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব হাসপাতালে ২ হাজার জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৬ ভাগই শিশু। গত ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর শনিবার দুপুর পর্যন্ত হিসাব অনুযায়ী, গত ১০ দিনে গড়ে ১৮০ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়। এ সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ৮০ জন রোগী ভর্তি হয়। আইসিডিডিআরবির মতলব হাসপাতালের কার্যালয় সূত্র জানায়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ৫৫২ জন শিশু। বয়স শূন্য থেকে ৫ বছরের মধ্যে। বেলা ১টা পর্যন্ত আরও ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু আছে ৮০ জন। সূত্রটি আরও জানায়, ভর্তি হওয়া শিশুদের মধ্যে চাঁদপুর সদরের ৯৯, ফরিদগঞ্জ উপজেলার ৭০, হাজীগঞ্জের ৫৪, কচুয়ার ৭৫, মতলব উত্তরের ৫১, মতলব দক্ষিণের ৫৩ ও শাহরাস্তির ৪৫ জন আছে। কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে এসেছে ৬৮৬ জন। এ ছাড়া লক্ষ্মীপুর সদর থেকে ১০২, রায়পুরের ৫৫, রামগঞ্জের ৪২ এবং নোয়াখালীর চাটখিল থেকে ২৩ জন রোগী এসেছে। বাকিরা ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও শরীয়তপুরের বাসিন্দা। হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানকার প্রতিটি ওয়ার্ড ডায়রিয়া রোগীতে ঠাসা। বারান্দায়ও চলছে ডায়রিয়া রোগীদের চিকিৎসা। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নওগাঁও গ্রামের শিখা বেগম বলেন, তাঁর ছয় মাসের মেয়ে হুমায়রা আক্তারকে গত শুক্রবার এখানে ভর্তি করিয়েছেন। চিকিৎসকেরা খাবার স্যালাইন ও বেবি জিংক ট্যাবলেট খেতে দিয়েছেন। তার অবস্থা উন্নতির দিকে। হাসপাতালের চিকিৎসক চন্দ্র শেখড় বলেন, শীতের সময়ে রোটাঃ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি বৃদ্ধি পায়। এ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

 

শেয়ার করুন

Leave a Reply