কেমন কেমন
—–মারুফা সুলতানা খান হীরামনি
তোমার আমার সবকিছুই যেন কেমন কেমন
যেমন ধরো, মনের আকাশে তোমার উড়াউড়িটা যেন কেমন কেমন
ফোনালাপ যেমন তেমন মনালাপ ত বেশি কেমন কেমন,
আমাদের চোখাচোখিও যেন কেমন কেমন
পার্কের বেঞ্চিতে বসে হৃদয়ে হৃদয় রাখা ত আরও বেশি
কেমন কেমন,
তোমার আমার সবকিছুই যেন কেমন কেমন।
একের কাছে অন্যের আবদারের ধরণও যেন কেমন কেমন,
সেই আবদার মেটানোর তাড়না আরও বেশি কেমন কেমন,
আমাদের চাওয়া পাওয়া, সে ত আরও অদ্ভুত রকমের কেমন কেমন,
অল্প চেয়ে অধিক পেয়েও লাগে আশ্চর্য রকমের কেমন কেমন,
তোমার আমার সবকিছুই যেন কেমন কেমন।
এতসব কেমনের সমারোহে আমাদের আকুলতা আরও কেমন কেমন,
পারস্পরিক ব্যাকুলতা ত দুর্ধর্ষ রকমের কেমন কেমন,
স্নিগ্ধ এই পৃথিবীতে আমাদের মন পোড়ার গন্ধও যেন কেমন কেমন,
হৃদয়ের আঙিনায় ঘুরে বেড়ানোটাও খুব কেমন কেমন,
তোমার আমার সবকিছুই যেন কেমন কেমন।
কেমন কেমন প্রেম আমায় ভাসায় আর ডুবায়
প্রেম সাগরে নিমজ্জমান এই আমি যে অনোন্যপায়।