বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, সাংবাদিক ইব্রাহীম রনি আহত
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপক্ষের শতাধিক শিক্ষার্থী, ও নেতাকর্মী আহত হয়েছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় হামলায় আহত হয়েছেন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইব্রাহীম রনি।
রবিবার (৪ আগস্ট) দুপুর একটার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে সাংবাদিক সহকর্মীদের সহযোগিতায় তাকে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী হাজার হাজার শিক্ষার্থী চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শপথচত্বর ও মিশনরোড এলাকা থেকে যুবলীগ-ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় জবাবে আন্দোলনকারীরাও পাল্টা জবাব দেয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা আরও এগিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আক্রমণ চালালে সেখানে পেশাগত দায়িত্বরত সাংবাদিক ইব্রাহীম রনি একাধিক ইটপাটকেলের আঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জোনারেল হাসপাতালে নিয়ে যান যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাদের পলাশ।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহত সাংবাদিকের হাত ও গায়ে একাধিক ইটের আঘাত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। খুব দ্রতই তিনি সুস্থ হয়ে উঠবেন।
এ বিষয়ে আহত সাংবাদিক ইব্রাহীম রনি বলেন, আল্লাহ আমাকে প্রাণে রক্ষা করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যেন কাজে ফিরতে পারি।