কচুয়ায় বাস চাপায় মাদরাসা শিক্ষকসহ মোটরসাইকেল আরোহী ২ জন নিহত

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় কুমিল্লাগামী বোগদাদ বাস চাপায় মোটরসাইকেল চালক এক মাদরাসা শিক্ষক ও মোটরসাইকেলে থাকা এক আরোহীসহ ২ জন নিহত হয়েছেন ।

মঙ্গলবার দুপুর ২ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরাস্তি উপজেলার নোয়াগা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহারাস্তির উপজেলার আবাবিল নামের মাদরাসা শিক্ষক জাহিদ হোসেন (২৫) এবং সমবয়সী আরোহী কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের জাবেদ হোসেন মারা যায়। তারা চাঁদপুর শহরে যাচ্ছিলো।

দুর্ঘটনার পরই কুমিল্লাগামী বোগদাদ বাস (ঢাকা মেট্রো ব-১৫-১৫৯৮৬২) চালক ও তার সহযোগী গা ঢাকা দেয়।

এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন