কচুয়ায় জমিতে পানি না থাকায় আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা
কচুয়া প্রতিনিধি :
কচুয়ায় চলতি বর্ষা মৌসুমে ফসলি জমিতে পানি না থাকায় বুনা আমন নিয়ে দুচিন্তায় রয়েছেন কৃষকরা। লাভের আশায় উপজেলার বিভিন্ন ব্লকের কৃষকরা বুনা আমন ধানের আবাদে ঝুঁকছেন। কিন্তু এবার ফসলি জমিতে পানি না থাকায় বিপাকে রয়েছেন তারা। চলতি বছরে বুনা আমন ধানের লক্ষমাত্রার ৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হলেও ধান হবে কিনা এ নিয়ে কৃষকরা শঙ্কায় রয়েছেন।
বেশকিছু কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বুনা আমন ধান করতে হলে চারা রোপণের উত্তম সময় হলো চৈত্র মাসের শেষের দিকে। চলতি বছর বুনা আমন ধান চাষাবাদ হলেও ফসলি জমিতে নেই কোনো পানি। টানা কয়েক দিন বৃষ্টি হলেও এখন আর বৃষ্টির দেখা নেই। এতে করে জমিতে নেই কোনো পানি। জমিতে পানি না হলে কোনো ভাবেই বুনা আমনের আবাদ ঘরে উঠানো সম্ভব নয়। কচুয়া উপজেলার ১ থেকে ৫নং ইউনিয়ন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক বিলে এ ধানের চাষাবাদ করা হলেও পানি না থাকায় ফসল উঠানো নিয়ে দু:চিন্তায় রয়েছেন কৃষক।
উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন বলেন, চলতি বছর কৃষকেরা বুনা ধান অনেক কৃষকরাই চাষাবাদ করেছেন, কিন্তু বৃষ্টির পানি ফসলি জমিতে পানি না থাকায় কাঙ্খিত ফসল পাওয়ার সম্ভবনা কম।