কোস্টগার্ডের অভিযানে ৮০০ লিটার ডিজেল জব্দ, ২ পাচাকারী আটক

অভিজিত রায় :
চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২ অবৈধ ডিজলে পাচারকারীকে আটক করেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার চর সফরমালীর মেঘনা নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ।
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ডিজেল পাচারকালে এতটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ২০ জেরিক্যান (৮০০ লিটার) ডিজেলসহ দুই জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ আরও বলেন বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত ডিজেল ও আটকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply