চাঁদপুরে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গে ৫ জন মারা যান। ৯ আগস্ট সোমবার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান করেন।
রোববার দুপুর ২টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত এ ৮ জনের মৃত্যু হয়।
২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার তরপুরন্ডী এলাকার সাজেদা বেগম (৫৫), ফরিদগঞ্জের রূপসা এলাকার মনোয়ারা বেগম (৭০), শাহরাস্তি উপজেলার দেবকড়া এলাকার আব্দুর রব (৮০)।
এছাড়া উপসর্গে মৃতরা হলেন- সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী এলাকার ফাতেমা বেগম (৪০), মহামায়া করবন্দ এলাকার রেজিয়া বেগম (৯০), মতলব দক্ষিণের কাশিমপুরের সিদ্দিকুর রহমান (৮০), ফরিদগঞ্জের ঘনিয়া এলাকার মনুমা (৭০), হাইমচরের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকার নিলুফা (৫৮)।

শেয়ার করুন

Leave a Reply