চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী ক‌মি‌টির সভা

দেশবিরোধী চক্রান্ত মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই : না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ

রাজনী‌তি‌তে শিষ্টাচার না থাক‌লে দল সুসংগ‌ঠিত হ‌বে না : দুলাল পাটওয়ারী

অ‌ভি‌জিত রায় :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী ক‌মি‌টির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দলীয় কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। এ সময় তি‌নি ব‌লেন, ২০১৬ সা‌লের ২৭ জানুয়া‌রি জেলা আওয়ামী লী‌গের পূ‌র্বের স‌ম্মেলন হ‌য়ে‌ছিল। সে থে‌কে আমি সভাপ‌তি হি‌সে‌বে দায়িত্ব পালন করে‌ছি। এ সম‌য়ে সংগঠন‌কে গ‌তিশীল কর‌তে সকল‌কে সা‌থে নি‌য়ে আমরা কাজ ক‌রে‌ছি। একাজ কর‌তে গি‌য়ে সফলতা ও ব‌্যার্থতা নিশ্চয় র‌য়ে‌ছে। এ সম‌য়ে ম‌ধ্যে দুই বছর ক‌রোনা মহামা‌রির কার‌নে সাংগঠ‌নিক কাযক্রম প্রায় স্থ‌বির ছিল। কারণ, এ সময় দে‌শের সকল কার্যক্রমই স্থ‌রির হ‌য়ে পড়ে। উপ‌জেলা স‌ম্মেলনগু‌লো এ‌কে একে সম্পন্ন হ‌চ্ছে।এরপরই জেলার স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌বে।


তি‌নি আরও ব‌লেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ স্বাধীনতাবিরোধী চক্র আজো দেশবিরোধী অপেচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। দেশবিরোধী এই চক্রান্ত মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।

জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল ব‌লেন, সাংগঠ‌নিক নিয়ম মে‌নে সকল‌কে চল‌তে হ‌বে। রাজনী‌তি‌তে শিষ্টাচার না থাক‌লে দল সুসংগ‌ঠিত হ‌বে না। কেন্দ্রীয় আওয়ামী লী‌গের নেতৃবেৃ‌ন্দের দিক নি‌র্দেশনায় জেলা আওয়ামীলীগ সাংগঠ‌নিক কাজ গু‌লো করা হ‌চ্ছে। স‌ম্মেলন সফল কর‌তে সকল‌কে ঐক‌্যবদ্ধ থে‌কে কাজ কর‌বো। ঐক‌্যবদ্ধ থে‌কে দলীয় কাজ ক‌রি ও দল‌কে শ‌ক্তিশালী ক‌রি। সক‌লের সীধান্ত মোতা‌বেক স‌ম্মেল‌নের স্থান স্টে‌ডিয়াম মাঠ‌ নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. ইউছুফ গাজী, সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, আব্দুর রশিদ সরদার, সন্তোষ কুমার দাস, আব্দুর রব ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, শাহির হোসেন পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাঁধা গৌবিন্দ গৌঁপ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সদস্য আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, অ্যাড. বদিউজ্জাম কিরণ, জাকিয়া সুলতানা সেফালী, বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, গাজী মাঈনুদ্দিন, মাহাবুব আলম রিপল প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন