চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন আবু নঈম পাটওয়ারী দুলাল
নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর ও হাইমচর আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
রোববার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম ডিভিশন বুথ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ করে আবু নঈম পাটওয়ারী দুলাল এক প্রতিক্রিয়ায় বলেন, দলীয় মনোনয়ন পাবেন তা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি ঠিক করবেন। তবে আমার বেড়ে ওঠা চাঁদপুরে। তাই এই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য ফরম তুলেছি।