জেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ.লীগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে চেয়ারম্যান পদে মোবাইল মার্কাকে সমর্থন
আমাদের মার্কা চেয়ারম্যান পদে মোবাইল ফোন : মায়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম। বুধবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ নিজ বাড়িতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী নেতা-কর্মীদের সাথে এই মতবিনিময় করেন তিনি।
এ সময় মায়া চৌধুরী বলেন, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আমাদের মার্কা চেয়ারম্যান পদে মোবাইল ফোন। এছাড়া মহিলা সদস্য পদে দোয়াত-কলম এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় সদস্য পদে হাতি মার্কা। উভয় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে এই তিন পদে প্রার্থী সমর্থন করা হয়েছে।
মায়া চৌধুরী আরো বলেন, খুব সুন্দর অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবাই একত্রিত হয়েছি। হাদিসে আছে দশজন যেখানে, আল্লাহ সেখানে। আল্লাহ যেখানে, দশজন সেখানে। আর দশজন যেখানে, আমরাও সেখানে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু), মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, শাহজাহান প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, দেওয়ান আবুল খায়ের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।