তরপুরচন্ডী ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদরের ৭ নং তরপুরচন্ডি ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির এই পণ্য ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, তরপুরচন্ডি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মনসুর আহম্মেদ, টেক অফিসার সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরজাহান বেগম, ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক শাহআলম দর্জি,ইয়াসিন মেম্বার,ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা প্রচার সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।
এ সময় ৭৪০জন কার্ডধারীদের মাঝে এই পণ্য বিতরণ করা হয়।