তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে : ইঞ্জিনিয়ার মমিনুল হক

হাজীগঞ্জে রান্ধুনীমুড়ায় তরুণ ভোটারদের সঙ্গে পৌর বিএনপির মতবিনিময় সভা

শাখাওয়াত হোসেন শামীম :

হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া ১০,১১ ও ১২ নং ওয়ার্ডের তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। তরুণদের প্রথম ভোট,ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার (১২ অক্টোবর) দুপুরে পৌর ১২ নং জিয়া নগর কবির হাজী বাড়ীরতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি.মমিনুল হকের নির্দেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের হাতে প্রথম ভোট ধানের শীষে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। বিএনপি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এই দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। তরুণ ভোটাররা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন-সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইঞ্জি.মমিনুল হক আরো বলেন,দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তনে ধানের শীষে ভোট দেওয়া এখন শুধু রাজনৈতিক দায়িত্ব নয়;বরং জাতীয় কর্তব্য। পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইউসুফ পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টুো,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন,১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান মনির,সাবেক সাংগঠনিক শাহাদাৎ হোসেন সাদু,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন,১২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইউছুফ মজুমদার,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন,পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ খান লারা,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিন হোসেন দিনার,১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সদস্য মোঃ শাহ আলম গাজী,মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু,জহির হোসেন,প্রবাসী বিএনপির নেতা কবির হোসেন,১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মেঃ শাহ আলম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শিপন বেপারী,পৌর ছাত্রনেতা হান্নান হোসেন সুজন, মোঃ নয়ন মোল্লা,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত,মিঠু বেপারী,জাহিদ ইবনে রকি,তিষান আহমেদ।

শেয়ার করুন