ধানের শীষ প্রার্থী শুক্কুর পাটোয়ারীর মনোনয়নপত্র দাখিল
মতলব প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর পাটোয়ারী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে উপনির্বাচনের রিটার্নিং অফিসা মোঃ মোজাম্মেল হোসনের এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা আহমেদ, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি আশ্রাফ বাবু, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিএম খলিল, পৌর যুবদলের সভাপতি মুজিব সরকারসহ আলমগীর হোসেন রতন, মেহেদী হাসান মহসিন, শরিফ উল্ল্যাহ টিটু, নাছির উদ্দিন বকাউল, আবু তাহের মিয়াজী, মাকসুদুল হক সোহাগ, মাঈন উদ্দিন ফরাজীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।