নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালকে নাগরিক সংবর্ধনা
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুর রহমান বেলাল কাজীকে সংবর্ধনা দিয়েছে ৪নং ওয়ার্ড পালিশারা গ্রামবাসী।
শুক্রবার ১৮ ফেব্রুয়ারী মদিনাতুল উলম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাদিয়া ফার্নিচার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ করিম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ মারওয়ান এবং চট্টগ্রাম সিডিএ প্রজেক্ট এর চিফ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জনাব হোসেন মীর, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, সমাজের বিশিষ্ট জনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক খোরশেদ আলম মারওয়ান।