নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী কালু ভূঁইয়া
চাঁদপুর সদর উপজেলার নির্বাচনী পরিবেশ সৌহার্দ্যের পরিবর্তে সংঘাতপূর্ণ পরিবেশের দিকে চলে যাচ্ছে, এতে অনেকের জানমাল ও হুমকির সম্মুখীন হতে পারে এবং এমতাবস্থায় ভোটের
দিন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার মতো আমার জন্য অনুকূল পরিবেশ নেই বলে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন চাঁদপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল মার্কার আলহাজ মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া।
গতকাল রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্যে আলহাজ মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া এসব অভিযোগ করেন।
তিনি লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন, আমি মো. মিজানুর রহমান (কালু) ভূঁইয়া চাঁদপুরের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। আমাদের পরিবারের প্রতিটি সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির
সাথে ওতোপ্রোতভাবে জড়িত। আমাদের পরিবারটি চাঁদপুরে আওয়ামী পরিবার হিসেবে স্বীকৃত। আমিসহ আমার প্রতিটি ভাই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছে। এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন।
তিনি আরো উল্লেখ করেন, আপনারা জানেন, আমি বিগত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। গণতন্ত্র অর্থবহ করতে এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার জন্যই আমার নির্বাচনে অংশগ্রহণ। এবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকবিহীন এবং নির্দলীয় হওয়ায়
আমি এবারের নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার প্রতীক হচ্ছে মোটরসাইকেল।
কালু ভূঁইয়া বলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমরা পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা পাঁচজনই একই দলের। প্রতীক বরাদ্দের পর প্রশাসন আমাদের প্রার্থীদের নিয়ে যে আচরণ বিধিমালা সংক্রান্ত সভা করেছে, সে সভায় প্রশাসনের প্রতিশ্রুতিতে আমি আশস্ত হয়েছিলাম যে, এ নির্বাচনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং আচরণ
বিধির ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। কিন্তু দুঃখের বিষয়- মাঠ পর্যায়ে তা পরিলক্ষিত হচ্ছে না। কোনো কোনো প্রার্থী প্রচারণা ও গণসংযোগে একের পর এক আচরণ বিধি লংঘন করে যাচ্ছে। শোডাউন পাল্টা শোডাউন করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে। যা আচরণ বিধির সম্পূর্ণ পরিপন্থি। অথচ তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে- সদর উপজেলার নির্বাচনী পরিবেশ সৌহার্দ্যের পরিবর্তে সংঘাত পূর্ণ পরিবেশের দিকে
চলে যাচ্ছে বলে প্রতীয়ামাণ হচ্ছে। তাতে অনেকের জানমাল ও হুমকির সম্মুখীন। এমতাবস্থায় ভোটের দিন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার মতো আমার জন্য অনুকূল পরিবেশ নেই।
কালু ভূঁইয়া আরো বরেন, আমি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। যা আজকে
চাঁদপুর প্রেসক্লাবে এসে আপনাদের সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি সদর উপজেলাবাসীকে উদ্দেশ্য করে বলেন, চাঁদপুর সদর উপজেলাবাসী ভাই ও বোনেরা, উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি আলহ্বাজ মিজানুর রহমান (কাল) ভূঁইয়া আমার মার্কা মোটর সাইকেলের পক্ষে যারা গনসংযোগ ও পথসভাসহ বিভিন্ন কর্মকান্ড করে আমার বিজয়কে সুনিশ্চিত করার জন্য কাজ করেছেন আমি ও আমার পরিবার পরিজনসহ এবং যারা নির্বাচন পরিচালনার দ্বায়িত্বে ছিলেন সকলের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আচরনবিধি ভঙ্গসহ বিভিন্ন পরিস্থিতির কারনে আমরা
নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলাম। তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য্যসহকারে সকলকিছু মোকাবেলা করিবেন। এবং সাবাইকে ধৈর্য্যধারন করতে বলবেন। আমি আপনাদেরকে কোন সমস্যায় ফেলতে চাই না ৷ আপনাদের সাথে ছিলাম, আগামীতেও আপনাদের সাথে থাকব। আপনারা আমার জন্য দোয়া
করবেন।
আলহাজ মো. মিজানুর রহমান কালু ভূঁইয়ার সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক মো. নুরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারন সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, দৈনিক চাঁদপুরের প্রধান সম্পাদক কে এম মাসুদ, তালহা জুবায়ের, নজরুল ইসলাম আতিকসহ জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন এবং টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।