প্রধানমন্ত্রীর উপহার নিয়ে অসহায়দের বাড়িতে সদর ইউএনও, ভাইস চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ বলেছেন, বিধি-নিষেধের কঠোর লকডাউনের সপ্তম দিন চলছে। লকডাউন বাস্তবায়নে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সার্বক্ষনিক মাঠে আছি। সেই সাথে জেলা প্রশাসকের নির্দেশে ৩৩৩ যারা কল দিচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি।
বৃহস্পতিবার (২৯ জুলাই) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের অসহায়দের বাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়ার পর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে আমরা তরপুরচন্ডী ইউনিয়নে ৩৩৩ কল পাওয়া ৮টি পরিবারে প্রধানমন্ত্রীর উপহার দিতে যাই। উপহার দেয়া শেষে আসার সময় আরো দুস্থ ৪টি পরিবারকে উপহার (ত্রাণ সামগ্রী) দিয়েছি।
দুস্থদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ইউপি সচিব ও জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্য এম.এ. কুদ্দুছ রোকনসহ ইউপি সদস্যবৃন্দ।