বর্ধিত সভা বাস্তবায়নে চাঁদপুর জেলা আ.লীগের প্রস্তুতি সভা
দলের স্বার্থে সব মান-অভিমান ভুলে সাংগঠনিক কর্মকান্ডকে ত্বরান্বিত করতে হবে: মো. নাছির উদ্দিন আহমেদ
: আশিক বিন রহিম :
আগামী ২-৩ অক্টোবর তৃনমুল প্রতিনিধি ও বর্ধিত সভা বাস্তবায়নে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে পেরেছে আওয়ামী লীগ সরকার। এদেশকে আরো উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকতে হবে। আর ক্ষমতা থাকতে হলে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। দলের মধ্যে মান অভিমান থাকতে পারে কিন্তু দলের স্বার্থে সব মানঅভিমান ভুলে গিয়ে দলের সাংগঠনিক কর্মকান্ডকে আরো ত্বরান্বিত করতে হবে। কারণ আমরা সবাই একই পরিবার।
তিনি আরো বলেন, সংগঠনের সাংগঠনিক কাজ ত্বরান্বিত করার জন্যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা সফর করছেন। কেন্দ্রীয় প্রতিনিধিরা যেন মনে করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় নির্দেশনা মেনে আগামী প্রতিনিধি সভাকে সফল করতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. মোহাম্মদ শামসুল হক ভুইয়া, সহ সভাপতি আলহাজ্ব মো. ইউছুফ গাজী, ডাক্তার জেআর ওয়াদুদ টিপু, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার, সন্তোষ কুমার দাস, আবুল খায়ের পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্ আখন্দ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, শাহির হোসেন পাটোয়ারি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েলে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার হানিফ পাটোয়ারি, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশীদ সাগর, উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদলা, জেলা আওয়ামী লীগের সদস্য মুনির আহমেদ চৌধুরী, রাধা গোবিন্দ গোপ, এম এ কুদ্দুছ, আইয়ুব আলী বেপারী,মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা মামুদা নূর খান।
সভার শুরুতেই বৃহত্তর আওয়ামী পরিবারের প্রয়াত নেতাকর্মীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া হয়।