বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ টুর্ণামেন্টে চাঁদপুরের থ্রি কুইন্স ওয়ারিয়র চ্যাম্পিয়ন
অভিজিত রায় :
বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ারর্সকে ২১ রানে হারিয়ে চাঁদপুরের থ্রি কুইন্স ওয়ারিয়র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চাঁদপুর স্টেডিয়ামে গতকাল বুৃধবার ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে বিশেষ অতিরিক্ত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রিকেট উপ কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোতালেব, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মজিবুর রহমান রাসেল, সদর উপজেলা যুবলীগের হুমায়ন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থার সাধার সম্পাদক
নুরুন্নবী রোমান উপস্থিত ছিলেন।