মতলবে থানা পুলিশের সচেতনতামূলক অভিযান

মোশারফ হোসেন তালুকদার :

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালে আহমেদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে কাশেমপুর জোরপোল, নারায়নপুর ঠাটিকারা রোড, গোবিন্দপুর মোড়, পানির ট্যাংকি, ওয়াপদা গেট, নবকলসসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক সভা, মাইকিং এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসি মোঃ সালে আহমেদ বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। মতলব দক্ষিণ উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা জনগণকে সাথে নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় থানার পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান, সচেতনতামূলক সভা ও অপরাধ দমনমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

মতলব দক্ষিণ থানার এই উদ্যোগে স্থানীয় জনগণও সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন