মতলব উত্তরে ২৩ জেলে আটক, ৩ লাখ মিটার কারেন্টজাল জব্দ
শেখ ওমর ফারুক :
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
রোববার (১২ অক্টোবর) ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২৩ জন জেলেকে আটক করা হয়।
এছাড়াও প্রায় ৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
আটককৃত জেলেরা হলেন জুলহাস হাওলাদার (৪০), শামসুল হক (৪৩), আ. রহমান (৫৩), আলতাফ মোড়ল (৪৫), আমান উল্লাহ (৪৫), মো. সুমন (৩৫), মো. সাগর (৩৪), শফিকুল ইসলাম (২৭), মো. মানিক (২৫), মো. আজগর মাদবর (৫৫), মো. সাগর মাদবর (২৩), মো. আলম মাদবর (৩৫), মো. জাকির মাদবর (২৮), মো. শরীফ হাসান (২০), মো. রাজু সরদার (৩৫), মো. অনিক (২০), আলী ইসলাম (২২), মো. শান্ত (২০), মো. নিপু রাঢ়ী (২১), মো. জুয়েল সর্দার (২১), মো. রতন খালাসি (৩৫), মো. রনি মাঝি (৩৫) ও মো. জসিম (৩৮)।
জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি পৃথক মামলা দায়ের করে ।পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ রক্ষায় আমরা দিন-রাত অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২৩ জন জেলেকে আটক করা হয়। এ ছাড়াও প্রায় ৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।আটক জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে।










