মোহাম্মদ নাদিম ভুইয়া
মোহাম্মদ নাদিম ভুইয়া ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা। কুমিল্লা ইসপাহানী পাবলিক স্কুল থেকে এসএসসি, বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। অতঃপর ঢাকায় সুনামধন্য পুর্বাচল গ্রুপে কর্মকর্তা হিসেবে চাকরি লাভ করেন। দীর্ঘ ২০ বছর একই কর্পোরেটের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব নাদিম ভুইয়া। বর্তমানে আমদানী ও রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত।
তিনি রবীন্দ্র-নজরুল সহ কলকাতার শীর্ষ বাংলা লেখকগনের পাঠক। নাদিম ভুইয়া অবসরে গান শুনেন, কবিতা, গীতিকবিতা এবং পত্রিকার জন্য প্রবন্ধ লিখেন।
জনাব ভুইয়া ব্যক্তিজীবনে তিনি এক ছেলের জনক। স্ত্রী প্রশাসন ক্যাডারে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন।
মোহাম্মদ নাদিম ভুইয়াকে দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক দশক পূর্তি উপলক্ষে পত্রিকার লেখক সুহৃদ হিসেবে সম্মাননা জানাচ্ছে পত্রিকা পরিবার।