শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর আসছেন
নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সকাল পৌনে ৭টায় মন্ত্রী ঢাকার হেয়ার রোডস্থ বাসা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সকাল সাড়ে ৯ টায় তিনি চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। পরে সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী সদর উপজেলা অডিটরিয়ামে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চাঁদপুর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও নির্বাচিত সকল জনপ্রতিনিধি,বিশিষ্ট আলেম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিশিষ্ট জনের সাথে সম্প্রীতি সমাবেশে যোগদান, পরে একই স্থানে বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। দুপুর আড়াইটায় হাজীগঞ্জ উপজেলার সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থান সমূহ পরিদর্শনশেষে ঢাকায় ফিরবেন।