সম্প্রীতির বন্ধনে বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে নিতে হবে : যুগ্ম সচিব খলিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিল আহমেদ বলেছেন, রাসুল (সা.) এর উম্মত হিসেবে আমাদের উচিত ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির, গীর্জাসহ উপাসনালয়ে যাতে কোন সমস্যা না হয়। এসব বিষয়ে সরকারকে যেন কেউ বিতর্কিত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
শুক্রবার (১১ অক্টোবর) সানন্দকরা ফরিদ আহমদ হাফিজিয়া নূরানী দাখিল মাদ্রাসার হাফেজ ছাত্রদের শেষ ছবক শুনানী ও নতুন ছাত্রদের কোরআন সবক, দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদ্রাসার পৃষ্ঠপোষক অধ্যাপক মু. সহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে যুগ্ম সচিব খলিল আহমেদ আরও বলেন, আবু সাঈদ ও মুগ্ধ’র মতো যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করেছে তা ধরে রাখতে হবে। তাদের অবদানের মূল্যায়ণ তখনই হতে যখন তাদের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলা যাবে। আমরা কোন গণ্ডগোলা বা দাঙ্গা-হাঙ্গামা না করি। আমরা আমাদের দেশকে ভালোবাসতে হবে। নিজের এলাকার সুখ শান্তি দেখার দায়িত্ব রয়েছে আপনার আমার সবার। ছাত্ররা ভালোভাবে পড়ালেখা করে পরবর্তী প্রজন্ম হিসেবে দেশের দায়িত্বভার বহন করবে। আমরা সুখী-সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা যেহেতু সরকারের সাথে আছি- আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি।
তিনি আরও বলেন, এ মাদ্রাসা থেকে আগামী দিতে কোরআনের পাখি তৈরি হবে, অন্য ছাত্ররা মেধাবী হবে। অনাগত দিতে স্বনির্ভর বাংলাদেশ গঠনে তারা অবদান রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক ফারুক আহমেদ, খাজুয়ারিয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, চাঁদপুর এলজিইডির সহকারী ট্রেনিং অফিসার মো. ওমর ফারুক, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, ৬নং ওয়ার্ড মেম্বার রাশেদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন