হাজীগঞ্জে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বই পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘দ্বীনের পথে, জ্ঞানের অন্বেষণে’এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাকতাবাতুদ্-দ্বীনঃ দ্বীনের পাঠাগারের আয়োজনে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরবেলায় এ অনুষ্ঠান হয়।
প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্যারাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মিয়াজী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাকতাবাতুদ্-দ্বীনঃ দ্বীনের পাঠাগারের পরিচালক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর সহকারী ব্যবস্থাপক মোঃ রাসেল প্রধানীয়া।
প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইন উদ্দিন মিয়াজী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হায়দার চৌধুরী(ইদু), বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই প্রধানীয়া,মোঃ হারুনুর রশীদ, আলহাজ্ব মোঃ মোসলেহ উদ্দিন,আবুল কালাম আজাদ, আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, মোঃ মোস্তফা কামাল পাটওয়ারী, মোঃ মোস্তফা কামাল তপদার, আল বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান, আলহাজ্ব আব্দুল হাই বকাউল, হানিফ মল্লিক, মোস্তফা কামাল পাটওয়ারী, কামাল হোসেন পাটওয়ারী, আলহাজ্ব এরশাদ উল্ল্যাহ, মোঃ জাহাঙ্গীর আলম মুন্সী, মোঃ মিজানুর রহমান, মোঃ মামুন হাজী, মাসুদ আলম বকাউল, আবু তাহের বকাউল, গিয়াস উদ্দিন পাটওয়ারী, এডভোকেট আরিফুর রহমান প্রধান, মোঃ আব্দুল হাই প্রধানিয়া, মোঃ মোস্তফা কামাল, মোঃ জিয়াউর রহমান, মোঃ সালাউদ্দিন প্রমুখ।
এ বই পাঠ কার্যক্রমে ৫২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে ২০ জন সদস্যর হাতে পুরস্কার তুুলে দেয়া হয়। এ সময় এলাকার স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।