হাজীগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

মুন্সী মোহাম্মদ মনির :
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাধক বিরোধী অভিযানে ১৯কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন টোরাগড় এলাকায় উপ-পরিদর্শক মিসবাহুল আলম চৌধুরী ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১৯কেজি গাঁজাসহ হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের হোসেন উদ্দিন হাজী বাড়ীর মরহুম আলীর ছেলে সোহেল হোসেন(২৭)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, হাজীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।

 

২৩ জানুয়ারি ২০২৩

শেয়ার করুন