হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বিএনসিসি প্লাটুন উদ্বোধন
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার দেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট। গার্ড অব অনার শেষে প্রধান অতিথি বিএনসিসি পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্লাটুন উদ্বোধন করেন।
পরে প্রধান অতিথি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ও প্লাটুন অফিস ভিজিট করেন এবং তিনি কলেজের শিক্ষক মিলনায়তনে ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য দেন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হুসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মুনতাসির আরাফাত।
অনুষ্ঠানে প্রভাষক কামরুল হাছান এর সঞ্চালনায় চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শোয়েব আহমেদ,মতলব সরকারি কলেজ অধ্যাপক মো. কামাল হোসন,হাজীগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাকছুদুর রহমান,শাহজাহান সরকার,মোহাম্মদ বেলাল হোসাইন,মো. সেলিম পাটোয়ারীসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।