৩৫ দিনে হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি
হাজীগঞ্জের বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে মতবিনিময় সভা
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলার সিএনজি,বাসসহ বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালে এই মতবিনিময় সভায় দিক- নির্দেশনামুলক বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ পিপিএম।
পুলিশের এই কর্মকর্তা বলেন,রমজান মাসে হাজীগঞ্জ বাজারে কোন যানবাহন স্টফিজ করতে পারবে না।
মিছবাহ্ র উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ।
তিনি চালকদের উদ্দেশ্যে বলেন গত ৩৫ দিনে হাজীগঞ্জ উপজেলার সীমানায় সড়ক দুর্ঘটনায় নয় জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সবাই সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চললে এমন দুর্ঘটনা পুনরাবৃত্তি হতে পারে না।
অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন টিআই মাহফুজুর রহমান, সার্জেন্ট কবির হোসেন, শ্রমিক নেতা মনির হোসেন মিঠু, মোল্লা আবুল কাশেম, মুনাফ, রাজু ও সফিক শেখ।