ইশতেহার বাস্তবায়নে পৌরপরিষদের সবাইকে কাজ করতে হবে : মেয়র জুয়েল

নিজস্ব প্রতিবেদক :
নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সম্পদ মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. জিল্লুর রহমান জুয়েল বলেছেন, আমরা পৌরসভার নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটারদের কাছে যে ইশতেহার দিয়েছি, এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা বাস্তবায়ন করা। সেই ইস্তেহার বাস্তবায়নে এই পরিষদের সবাইকে একটি পরিবার হয়ে কাজ করতে হবে। বিগত সময়ে যারা পৌরসভার নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে ইউসুফ গাজী ও নাসির উদ্দিন আহমেদ জীবিত আছেন। আমরা তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে সামনে এগিয়ে যাব। তাদের ভালো কাজগুলো অনুসরণ করবো। কোন ভেদাভেদ না রেখে আমরা সবাই মিলে পৌরসভার উন্নয়নে কাজ করব।
গতকাল সোমবার নবনির্বাচিত পৌরমেয়র ও কাউন্সিলরদের বিদায়-বরণ অনুষ্ঠানে এ কথা বলে মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে ৫ বছর অন্তর অন্তর নতুন কেউ আসেন এবং পুরাতনকে বিদায় জানাতে হয়। এভাবেই একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শ্রীবৃদ্ধি হয়। বিগত ১২৪ বছরে বছরে চাঁদপুর পৌরসভা যারা দায়িত্বে ছিলেন, তারা প্রত্যেকে নিজেদের যোগ্যতা এবং কাজে পৌরসভার উন্নয়নে কিছু না কিছু করে গেছেন। আমাদের নাসির উদ্দিন সাহেবও তেমনই অনেক কাজ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন

Leave a Reply