কৃষকের ধান কেটে দিলো হাজীগঞ্জ উপজেলা যুবলীগ

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দুই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো হাজীগঞ্জ উপজেলা যুবলীগ। রোববার সকাল থেকে ইউনিয়নের দুই কৃষকের প্রায় ৪৮ শতাংশ সম্পত্তির ইরি-বোরো মৌসুমে পাকা ধান কেটে দেয় যুবলীগ নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল এর নেতৃত্বে ধান কাটা উৎসবে অংশ নেয় উপজেলা যুবলীগ ও সদর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
ধান কেটে ধান কেটে দেয়ায় খুশি হয়ে কৃষকেরা ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ২০ জন শ্রমিককের সাশ্রয় হয়েছে।
দলীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে এই কৃষকের ধান কাটা উৎসবে অংশ নেয়া প্রসঙ্গ তুলে ধরেন সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন।
ধান কাটা উৎসবের যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য শাহিন, মনির হোসেন, সিরাজুল ইসলাম রাসেল, শরিফ গাজী, শরীফ প্রধানিয়া।
এছাড়া সদর ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক খান, ২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি গোলাম হোসেন, ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী, মহিন হাওলাদার, ডাক্তার সুমন, মেহেদী হাসান মিরাজ, কাজী রুবেল, নসু প্রধানীয়াসহ আরো অনেকে।
গতবছরও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃত্বে হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয় এই যুবলীগ নেতৃবৃন্দ। চলতি মৌসুমেও অসহায় কৃষকদের উপজেলার বিভিন্নস্থানে ধান কাটা উৎসবে অংশ নিবে বলে জানান যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল।

শেয়ার করুন

Leave a Reply