মতলবের নন্দীখোলায় অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নন্দীখোলা গ্রামের হাজী বাড়ীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টায়। জানা যায়, নন্দীখোলা গ্রামের হাজীবাড়ীর তোফাজ্জল হোসেন, মো: হোসেন ও হাজেরা আক্তারের বসতঘরে এ অগ্নিকান্ড ঘটে। এই অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এই অগ্নিকান্ডের সৃষ্টি হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জানিয়েছেন এলাকাবাসী। এদিকে, এই অগ্নিকান্ডের খবর শুনে স্থানীয় জনগন, মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা জানায় এই ভয়াবহ অগ্নিকান্ডে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের মাথা গোজার ঠাই নেই। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) মো: মফিজুল ইসলাম, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: মাসুদ পাটোয়ারী। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে আর্থিক সহযোগীতার আশ^াস প্রদান করেন ও শান্তনা দেন।

 

শেয়ার করুন

Leave a Reply