গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মতলবের জন্য ১৩০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :
একনেক সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৪ মে স্থানীয় সরকার বিভাগের ” কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাঠামো উন্নয়ন ” (এঈচ-৪) প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর এবং দক্ষিন উপজেলার জন্য ৮০ কোটি টাকা এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়) এ মতলব উত্তর এবং দক্ষিন উপজেলার জন্য ২ টি মিনি স্টেডিয়ামের জন্য ৫০ কোটি, মোট ১৩০ কোটি টাকা একনেক সভায় পাশ করানোর জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিন) এর সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলকে মতলবের জনগনের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply