চাঁদপুরের জন্য ৩টি আইসিইউ ব্যাড বরাদ্দ, আসছে আজই

ইব্রাহীম রনি :
চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৩টি আইসিইউ ব্যাড বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৩ এপ্রিল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি জানান, আমাদের জন্য ৩টি আইসিইউ ব্যাড বরাদ্দ হয়েছে। ব্যাডগুলো আনার জন্য ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। আজই তা চাঁদপুরে চলে আসবে। আশাকরি, দ্রুতই ব্যাডগুলো স্থাপন করা হবে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আইসিইউ ব্যাডগুলো কোথায় বসবে এখনো সে স্থান নির্ধারণ করা হয়নি। তবে যেহেতু ব্যাড চলে আসছে, খুব দ্রুতই এর সেবা রোগীরা পাবেন।
উল্লেখ্য, চাঁদপুরে গত কয়েকদিনে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫৫৩ জন।

শেয়ার করুন

Leave a Reply