চাঁদপুরে আরও ১৮ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে ২৩ এপ্রিল নতুন করে আরও ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০২৩ জন। শুক্রবার ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০২৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০ জন। সুস্থ হয়েছেন ৩২৭০জন। বর্তমানে চিকিৎসাধীন ৬২৫ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
২১ এপ্রিল পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১৮২৬ জন, হাইমচরে ২০৬ জন, মতলব উত্তরে ২৭১ জন, মতলব দক্ষিণে ৩৬৫ জন, ফরিদগঞ্জে ৪১৩ জন, হাজীগঞ্জে ৩৬৯ জন, কচুয়ায় ১৪২ জন এবং শাহরাস্তিতে ৩৩০ জন।
মৃত ১০৮ জনের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, ফরিদগঞ্জে ১৬ জন, হাজীগঞ্জে ১৯ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দিক্ষণে ৬ জন, হাইমচরে ৩ জন।

শেয়ার করুন

Leave a Reply