চাঁদপুরে আরও ৩৬ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৩৬ জনের করোনা সনাক্ত হয়েছে। ২৩ জুন বুধবার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, হাজীগঞ্জে ২ জন, ফরিদগঞ্জে ৩ জন, হাইমচরে ৩ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ৪ জন, কচুয়ায় ১ জন এবং শাহরাস্তিতে ৭ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ১৮৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৫ জন। ২৩ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২৩ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৪১২ জন, হাইমচরে ২৫৬ জন, মতলব উত্তরে ৩০২ জন, মতলব দক্ষিণে ৪৬৫ জন, ফরিদগঞ্জে ৫৮৯ জন, হাজীগঞ্জে ৫১৬ জন, কচুয়ায় ১৭৫ জন এবং শাহরাস্তিতে ৪৭৪ জন।
মৃত ১২৫ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, ফরিদগঞ্জে ২০ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৩৪৯ জনের। এর মধ্যে পজেটিভ ৫ হাজার ১৬৩ জন আর নেগেটিভ ২৬ হাজার ১৮৬ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৯ জন। এদের মধ্যে ১৫ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৪৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply