চাঁদপুরে আরও ৭৬ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৩ আগস্ট শুক্রবার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৮ জন, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ১৪ জন, মতলব দক্ষিণে ৮ জন, মতলব উত্তরে ১ জন হাইমচরে ১ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন আরও ৪ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৬ জন। ১৩ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭১৬ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৩ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫০৯ জন, হাইমচরে ৭৩৩ জন, মতলব উত্তরে ৭২৭ জন, মতলব দক্ষিণে ১১৮০ জন, ফরিদগঞ্জে ১৪১৭ জন, হাজীগঞ্জে ১৩২৮ জন, কচুয়ায় ৬৪১ জন, শাহরাস্তিতে ১৪৭৫ জন।
মৃত ২১৬ জনের মধ্যে সদর উপজেলায় ৮২ জন, ফরিদগঞ্জে ৩২ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৮ জন, কচুয়ায় ১২ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৫ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫১ হাজার ২৭৪ জনের। এর মধ্যে পজেটিভ ১৩ হাজার ২৭ জন আর নেগেটিভ ৩৮ হাজার ২৮৩ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০৭৮ জন। এদের মধ্যে ৯৯ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৯৭৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply