চাঁদপুরে সড়কে অটো-সিএনজি চালানো ও থামানোর মধ্যে কোন শৃঙ্খলা নেই

আশিক বিন রহিম :
সারাদেশের ন্যায় চাঁদপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, চাঁদপুর এর যৌথ আয়োজনে
নানান কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ।’ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ প্রতিপাদ্য বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সড়কের সিগ্ন্যাল সম্পর্কে মোটামুটি সবাই জানে কিন্তু তা ঠিকমত মানা হয় না। এছাড়াও সড়কে অটো বা সিএনজি চালানো বা থামানোর মধ্যে কোন শৃঙ্খলা নেই। এ ব্যাপারে কেউ আমরা ঠিকমত কাজ করছি না। সকলে মিলে আন্তরিকতার সাথে কাজ করলে সড়ক পথে দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভপ্রতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো.জামাল হোসেনের সঞ্চালনায় সভার শুরুতেই ডিজিটাল কন্টেইনে- সড়ক দুর্ঘটনার কারণ , প্রতিকার , প্রশিক্ষণ,ড্রাইভিং সনদ,নিরাপদ চাই , ট্রাফিক আইনসহ নানাবিধ বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চাঁদপুরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন, চাঁদপুর ট্রাফিক পরিদর্শক এএইচএম সাইফুল ইসলাম, চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, নিসচা’র সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল।
এসময় চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন, সহ সভাপতি মঞ্জুরুল আলম, জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply