চাঁদপুরে ১৩৯ অসহায়কে ৬ লাখ ৯৫ হাজার টাকার চেক প্রদান

কোভিড-১৯ কারণে আমরা কেউই ভালো নেই : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
নিজস্ব প্রতিবেদক :
কোভিড-১৯ পরিস্থিতিতে চাঁদপুর জেলা সমাজকল্যাণ কমিটিচাঁদপুর কর্তৃক চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আয়োজনে ১৩৯ জনকে ৬ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।


তিনি বলেন, কোভিড-১৯ কারনে আমরা কেউই ভালো অবস্থানে নেই। সবাই বিভিন্ন কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কোন শ্রেণী পেশার মানুষ কেউ দেখাতে পারবেন না যে তারা ভালো আছে। কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে পারিবারিক ভাবে, কেউ মাসিক ভাবে এবং কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই এটা একটা জাতীয় দুর্যোগ।
তিনি বলেন, স্বাধীনতার পরে এত দুর্যোগ আর আমাদের আর ফেস করতে হয়নি। দীর্ঘ দেড় বছর ধরে আমরা এই দুর্যোগ পথ পাড়ি দিতেছি। এই সময় যারা ব্যবসা করে অনেকে তাদের সেই ব্যবসা হারিয়েছেন, যারা চাকরি করেন অনেকে চাকরি হারিয়েছেন, যারা বিদেশে চাকরি করেন সেখানেও কাজ হারিয়েছেন। স্কুল-কলেজ বন্ধ রয়েছে অনেক বেসরকারি স্কুলের শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছেন।
তিনি আরও বলেন, সবাই কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চারিদিক কেউই ভালো অবস্থানে নেই। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণী পেশার কথা চিন্তা করে সবাইকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছেন। আর আমরা জেলা প্রশাসকরা বাস্তবায়ন নিয়ে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য যে অর্থ বরাদ্দ করেছিলেন সেই অর্থ থেকে আজ আপনাদের আমরা চেক প্রদান করছি। এছাড়া এখানে
২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা হতে প্রাপ্ত প্রাকৃতিক দূর্যোগে/ কোভিড-১৯ পরিস্থিতে ৮০ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন বাবদ ৪ লক্ষ টাকা, ৫১ জন গরীব ও দুঃস্থ ব্যক্তিকে চিকিৎসা/আর্থিক সহায়তা বাবদ ২ লক্ষ ৬৩ হাজার টাকা, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভূক্ত গরীব, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী পরিবারের ৪ জন এবং ৪ জন গরীব মেধাবী ছাত্রের শিক্ষা অনুদান বাবদ ৩২ হাজার টাকাসহ সর্বমোট ১৩৯ জনকে ৬ লক্ষ ৯৫ হাজার টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর আসিফ মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী সহ অন্যনারা।
সুবিধাভোগীগণ হলেন ঃ ০১। মফিজুল ইসলাম ঢালী, পিতা-হাবিবুর রহমান ঢালী, মাতা- শামসুর নাহার, ঢালী বাড়ী, জাফরাবাদ, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ০২। মোঃ নুরুল ইসলাম খান, পিতা-মৃত মোঃ হোসেন খা, মাতা- মৃত ফয়জুননেছা, মধ্য শ্রীরামদী, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ০৩। কার্তিক চন্দ্র কুড়ি, পিতা- বলাই চন্দ্র কুড়ি, মাতা- প্রমিলা রানী কুড়ি, হাজী মহসিন রোড, চাঁদপুর পৌরসভা (৫০০০/-) ০৪। মোঃ মোখলেছুর রহমান খান, পিতা- আলেফ খান, মাতা- সমর্ত বানু, খান বাড়ী রোড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ০৫। মোঃ মিঠু সরকার, পিতা- মোঃ সেলিম সরকার, মাতা- ফাতেমা বেগম, ঠিকানা- মধ্য তরপুরচন্ডী, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ০৬। রতন দাস, পিতা- কানু দাস, মাতা- জোসনা দাস, পশ্চিম রামদাসদী, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ০৭। মোঃ দেলওয়ার হোসেন তালুকদার, পিতা- সৈয়দ হোসেন তালুকদার, মাতা- জোবেদা খাতুন, ঠিকানা- আলীমপাড়া, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর। (৫০০০/-) ০৮। মোঃ মফিজ গাজী, পিতা- খলিল গাজী, মাতা- ফাতেমা খাতুন, জে এম সেনগুপ্ত রোড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর। (৫০০০/-) ০৯। মোঃ শাহআলম, পিতা- মৃত আফাজ উদ্দিন, মাতা- মৃত অজুফা বেগম, উত্তর রঘুনাথপুর, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর। (৫০০০/-) ১০। পলাশ মজুমদার, পিতা- পঞ্চানন মজুমদার, মাতা- সরস্বতী মজুমদার, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর। (৫০০০/-) ১১। অসীম দাস, পিতাঃ গয়েশ চন্দ্র দাস, মাতাঃ উষা রানী, ষোলঘর বিটি রোড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর। (৫০০০/-) ১২। মোঃ রাজিব বকাউল, পিতাঃ মৃত হযরত আলী বকাউল, মাতাঃ শাহানারা বেগম, গ্রামঃ সারংদি, বকাউল বাড়ি, ডাকঘরঃ বিষ্ণুপুর, ০১ নং বিষ্ণুপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১৩। হাছান তালুকদার, পিতাঃ তাহের তালুকদার, মাতাঃ শাহিদা বেগম, সাং- ফরাক্কাবাদ, ০৯ নং বালিয়া ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১৪। মোঃ মনির হোসেন, পিতাঃ শাহজাহান মল্লিক, মাতাঃ মমতাজ বেগম, সাং- দক্ষিণ বালিয়া, ১২ নং সান্দ্রা ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১৫। মোঃ নামুস রহমান, পিতাঃ আঃ মান্নান সোবহানী, মাতাঃ লুৎফুন্নাহার, সাং- বাহের খলিশাডুলী, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ১৬। লিটন বেপারী, পিতাঃ কালু বেপারী, মাতাঃ তৈয়বুন্নেছা, সাং- বাগাদী চৌরাস্তা, ০৮ নং বাগাদী ই্উনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১৭। আঃ লতিফ তহশীলদার, পিতাঃ ফোজদার তহশীলদার, মাতাঃ সরুপা খাতুন, সাং- মহামায়া, ০৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১৮ । জাহাঙ্গীর গাজী, পিতাঃ ছৈয়দ গাজী, মাতাঃ লায়লী বেগম, সাং- সফরমালী, ০৩ নং কল্যাণপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১৯। আইয়ুব আলী মাঝি, পিতাঃ মোতালেব মাঝি, মাতাঃ আলকুমা বেগম, সাং- ইচলী, বাঘড়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ২০। আরমান হোসেন, পিতাঃ মৃত নিজাম উদ্দিন, মাতাঃ আছিয়া বেগম, ডাকঘরঃ চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ২১। মোঃ শাহজাহান খান, পিতাঃ মৃত কালু মিয়া, মাতাঃ খুশিদা বেগম, গ্রামঃ টোরাগড়, ডাকঘরঃ হাজীগঞ্জ, হাজীগঞ্জ পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ২২ । মোঃ মোজাম্মেল হক, পিতা মৃত- মোশারফ হোসন, মাতা- শাহছুন্নাহার বেগম, গ্রামঃ মকিমাবাদ, ডাকঘরঃ হাজীগঞ্জ, হাজীগঞ্জ পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ২৩ । মোঃ আলী আহমেদ, পিতা মৃত- আব্দুল মতিন, মাতা মৃত- মঙ্গল্লিনেসা, গ্রামঃ মকিমাবাদ, ডাকঘরঃ হাজীগঞ্জ, হাজীগঞ্জ পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ২৪। মোঃ আলমগীর হোসেন, পিতা- মোঃ আবদুল হাকিম মিজি, মাতা- সৈয়দেরনেছা, গ্রামঃ টোরাগড়, ডাকঘরঃ হাজীগঞ্জ, হাজীগঞ্জ পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ২৫ । শাহনেওয়াজ, পিতা- নুরুল হক মোল্লা, মাতা- ফখরুন্নেছা, গ্রাম- পূর্ব রাজারগাঁও, ডাকঘর- পূর্ব রাজারগাঁও, হাজীগঞ্জ, চাঁদপুর (৫০০০/-) ২৬ । আব্দুল ছোবান সর্দার, পিতা- মৃত আরব আলী সর্দার, মাতা- জয়নব বানু, গ্রাম- মাতৈন সর্দার বাড়ী, ডাকঘর- হাজীগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর (৫০০০/-) ২৭ । মোঃ হেমাতুল্লা, পিতা- আবুল হোসেন, মাতা- রমুজা, গ্রাম- তারাপাল্লা, পোঃ রঘুনাথপুর, হাজীগঞ্জ, চাঁদপুর (৫০০০/-) ২৮। ছিদ্দিকুর রহমান, পিতামৃত- আমির হোসেন, মাতা মৃত- গোলাপজান, গ্রাম- রাধাসার, ডাকঘর- শ্রীপুর বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর (৫০০০/-) ২৯ । মোঃ মাহবুবুল আলম, পিতা- মোঃ শফিকুর রহমান, মাতা- জাহানারা বেগম, সাং- নিজমেহার, শাহরাস্তি পৌরসভা (৫০০০/-) ৩০ । মোঃ জামাল হোসেন, পিতা-মৃতঃ বাছির আহম্মদ, মাতাঃ আনোয়ারা বেগম, গ্রামঃ মোহল্লাম, ডাকঃ চিতোষী বাজার, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৩১ । মোঃ খোকন মিয়া, পিতা- মৃত ইদ্রিছ মিয়া, মাতা- মৃত খাইরুন নেছা, সাং- নিজমেহার, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৩২ । মোঃ মাসুদ আলম, পিতা- মৃত: আবুল হাসেম, মাতা: রেজিয়া বেগম, সাং- আয়নাতলী, ডাক: আয়নাতলী চিতোষী পশ্চিম ইউপি, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৩৩। মোঃ রমিজ উদ্দিন, পিতা-মৃত আবদুল বারি, মাতাঃ ছালেহা বেগম, সাং- মোহল্লা, পোঃ চিতোষী বাজার, চিতোষী পূর্ব ইউপি, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৩৪। আবু তাহের, পিতা-মৃত আকুব আলী, মাতা- মৃত সাফিয়া বেগম, সাং- বোস্তা, ডাকঘরঃ আদর্শ ইছাপুরা টামটা (উত্তর) ইউপি, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৩৫ । মোঃ সাইফুল ইসলাম, পিতাঃ মোহাম্মদ আলী, মাতাঃ শাহিদা বেগম, গ্রামঃ ভূঁইয়া বাড়ি, হাটপাড়, পোঃ বিজয়পুর, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৩৬ । মানিক হোসেন, পিতাঃ মৃত আরিফ খান, মাতাঃ মাফিয়া খাতুন, গ্রামঃ শোরশাক, পোঃ সূচীপাড়া, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৩৭ । প্রান কৃষ্ণ, পিতা- মৃত রতন চন্দ্র দাস, মাতা- সমলা রানী দাস, গ্রাম- সাচার, ডাকঘর- সাচার, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৩৮ । শভীরাম দাস, পিতা- প্রানকৃষ্ণ দাস, মাতা- সাবিত্রী রানী দাস, গ্রাম- সাচার, ডাকঘর- সাচার, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৩৯ । গোপাল চন্দ্র দাস, পিতা- মৃত ঐশ্চিনী চন্দ্র দাস, মাতা- মৃত রেনু বালা, গ্রাম- আকানিয়া, ডাকঘর- নিশ্চিন্তপুর, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৪০ । সুকুমার চন্দ্র দাস, পিতামৃত- লাল মোহন দাস, মাতা- সূচিত্রা রানী দাস, গ্রাম- সাচার, ডাকঘর- খাজুরিয়া, কচুয়া, চাঁদপুরু (৫০০০/-) ৪১ । উত্তম কুমার দাস, পিতা- গোপাল দাস, মাতা- রানী বালা, গ্রাম- গোবিন্ধপুর, ডাকঘর- রহিমানগর, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৪২ । মোঃ মাইন উদ্দিন, পিতা-মৃত আরব আলী, মাতা- মোসাম্মৎ রাজিয়া বেগম, গ্রাম- করইশ, ডাকঘর- কচুয়া, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৪৩ । পরেশ চন্দ্র দাস, পিতা- প্রফুল্ল চন্দ্র দাস, মাতা- শ্রীমতি চিত্রা রানী, গ্রাম- কোয়া, ডাকঘর- কচুয়া, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৪৪ । মন্টু, পিতা- লক্ষণ, মাতা- মিনতী, গ্রাম- হাটকচুয়া, ডাকঘর- কচুয়া, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৪৫ । কাম দেব ঋষি, পিতামৃত- বীন চান ঋষি, মাতা- তারা রানী ঋষি, গ্রাম- পালাখাল, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৪৬। প্রমোদ চন্দ্র ঋষি, পিতা- প্রফুল্ল চন্দ্র ঋষি, মাতা- চিত্র সুন্দরী, গ্রাম- হাটকচুয়া, ডাকঘর- কচুয়া, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৪৭ । মোঃ আবু তাহের, পিতা- আঃ জলিল, মাতা- জামিনা খাতুন, ফতেপুর (পঃ), মতলব উত্তর, চাঁদপুর (৫০০০/-) ৪৮ । হাবিবুর রহমান, পিতা- ফজলুল করিম, মাতা- রমনা বেগম, ষাটনল, মতলব উত্তর, চাঁদপুর (৫০০০/-) ৪৯ । মোঃ সোহেল রানা, পিতা- মোঃ জায়েদ হোসেন, মাতা- সুফিয়া বেগম, নবুরকান্দি, মতলব উত্তর, চাঁদপুর (৫০০০/-) ৫০। মোঃ রেনু মিয়া, পিতা- মোঃ ফয়েজ উদ্দিন, মাতা- মোসাঃ ফাতেমা, পৌরসভা, মতলব উত্তর , চাঁদপুর (৫০০০/-) ৫১। মোঃ সামসুল হক, পিতা- মোঃ ইসমাইল মিজি, মাতাঃ মনছুপ জাহান, কলাকান্দা, মতলব উত্তর, চাঁদপুর (৫০০০/-) ৫২। মোঃ খোরশেদ আলম, পিতা- ছমছুল হক বেপারী, মাতা- সুপিয়া বেগম, কলাকান্দা, মতলব উত্তর, চাঁদপুর (৫০০০/-) ৫৩ । মোঃ নুরুল ইসলাম, পিতা- আসাদুল্লাহ মুন্সি, মাতা- ফুলবানু বেগম, পৌরসভা, মতলব উত্তর, চাঁদপুর (৫০০০/-) ৫৪। গোলাম মোস্তফা, পিতা- আঃ আজিজ প্রধান, মাতা- সাজেদা বেগম, ফতেপুর পূর্বচ, মতলব উত্তর, চাঁদপুর (৫০০০/-) ৫৫। ইব্রাহীম হোসেন, পিতাঃ আশেক উল্লাহ মীর, মাতাঃ আনোয়ারা বেগম, গ্রামঃ দাসপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৫৬ । মানিক মিয়া, পিতাঃ আবুল হোসেন, মাতাঃ রোকেয়া বেগম, গ্রামঃ কলাদি, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৫৭। মোঃ আরিফুর রহমান মজুমদার, পিতাঃ মৃত মোঃ খলিলুর রহমান মজুমদার, গ্রামঃ নওগাঁও, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৫৮। আরজা বেগম, স্বামীঃ মৃত খসরু আলম, মাতাঃ রাহিতুন নেছা, গ্রামঃ কলাদি, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৫৯। মোঃ বজলু মিয়া, পিতাঃ মৃত মোঃ সমির উদ্দিন, মাতাঃ আয়েশা বেগম, গ্রামঃ তেলিমাছুয়াখাল, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৬০। মোঃ মানিক তালুকদার, পিতাঃ আঃ রাজ্জাক তালুকদার, মাতাঃ রোকেয়া বেগম, গ্রামঃ পয়ালী, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৬১। মোঃ সোহেল হাওলাদার, পিতাঃ মোঃ উল্ল্যাহ হাওলাদার, মাতাঃ তাছলিমা বেগম, গ্রামঃ পিংড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৬২। মোঃ ইউনুছ মিয়া, পিতাঃ মৃত লোকমান হোসেন, মাতাঃ মৃত গোলাপজান, গ্রামঃ খিদিরপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৬৩। শাজান, পিতা- মোঃ কালু মিয়া বেগম, মাতা- জীবনী নেছা, গ্রাম- পূর্ব চরকৃষ্ণপুর, পোঃ আলগী বাজার, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ৬৪। মোঃ জুলহাজ গাজী, পিতাঃ রেজাউল করিম গাজী, মাতাঃ মালেকা বেগম, গ্রামঃ পশ্চিম চরকৃষ্ণপুর, আলগী বাজার, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ৬৫। মোঃ ছিদ্দিক গাজী, পিতাঃ মোঃ মিনছির আলী গাজী, মাতাঃ মোসাঃ আয়তন নেছা, গ্রামঃ লামচড়ী, পোঃ পশ্চিম চরকৃষ্ণপুর, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ৬৬। মোঃ ছালাম বেপারী, পিতাঃ নুর মোহাম্মদ বেপারী, মাতাঃ সাফিয়া বেগম, গ্রামঃ কমলাপুর, পোঃ আলগী দুর্গাপুর, হাইমচর (৫০০০/-) চাঁদপুর (৫০০০/-) ৬৭। আঃ মান্নান ভূইয়া, পিতাঃ মৃত নুর মোহাম্মদ ভূঁঞা, মাতাঃ জলেখা বেগম, গ্রামঃ উত্তর আলগী, পোঃ আলগী বাজার, হাইমচর, চাঁদপুর (৫০০০/-), ৬৮। মোঃ আলমগীর কাজী, পিতাঃ মোঃ নজির আহম্মদ কাজী, মাতাঃ মনরা বেগম, গ্রামঃ উত্তর আলগী, পোঃ আলগী বাজার, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ৬৯। মোঃ সুলতান তালুকদার, পিতাঃ মৃত আকাব্বর আলী তালুকদার, মাতাঃ মৃত আয়না মতি বেগম, গ্রামঃ মনিপুর মধ্যপাড়া, পোঃ হাইমচর, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ৭০। মোঃ ছোবাহান ভূঁঞা, পিতাঃ মৃত নুর মোহামক্মদ ভূঁঞা, মাতাঃ জলেখা বেগম, গ্রামঃ মনিপুর মধ্যপাড়া, পোঃ হাইমচর, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ৭১ । মোঃ জাহাঙ্গীর আলম, পিতাঃ কালু মিয়া, মাতাঃ জাহানারা বেগম, গ্রামঃ কাছিয়াড়া, পোঃ ফরিদগঞ্জ, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৭২। কমল চন্দ্র দেবনাথ (গুরু), পিতাঃ রাজ বিহারী দেবনাথ, মাতাঃ শান্তবালা, গ্রামঃ চরবড়ালী, পোঃ কালির বাজার, , উপজেলাঃ ফরিদগঞ্জ, চাঁদপুর (৫০০০/-) ৭৩। বকুল হোসেন, পিতাঃ মৃত জয়নাল আবেদিন, মাতাঃ খুর্শিদা বেগম, গ্রামঃ নোয়াগাঁও, পোঃ ফরিদগঞ্জ, , উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৭৪। নরুল ইসলাম, পিতাঃ মৃত আরশাদ উল্যা, মাতাঃ মৃত জুলেখা বেগম, গ্রামঃ কাছিয়াড়া, পোঃ ফরিদগঞ্জ, , উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৭৫। জয়নাল আবেদিন, পিতাঃ মৃত চান মিয়া, মাতাঃ মৃত ছবুরা খাতুন, গ্রামঃ কাছিয়ারা, পোঃ ফরিদগঞ্জ, , উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৭৬। মোঃ ওসমান গণি, পিতাঃ আবুল হাসেম, মাতাঃ রহিমা বেগম, গ্রামঃ রামদাসের বাগ, পোঃ দায়চারা, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৭৭ । মোঃ সিরাজুল ইসলাম, পিতা- সলেমান রাড়ি, মাতা- জামেনা বেগম, গ্রাম- কেরোয়া, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৭৮। মোঃ আমির হোসেন, পিতা- মোঃ মুছলিম মিয়াজি, মাতা- মৃত আমেনা বেগম, গ্রাম- কেরোয়া, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৭৯ । মোঃ মজিবুর রহমান, পিতা- মোঃ খোরশেদ আলম, মাতা- পেয়ারা বেগম, গ্রাম- কেরোয়া, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৮০। মরন চন্দ্র দে, পিতা- সম্ভু চন্দ্র দে, মাতা- গিতা রানী দে, গ্রাম- কাছিয়ারা, উপজেলাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর (৫০০০/-) ৮১। মুহা জাকারিয়া মাহমুদ, পিতামৃত- জুনাব আলী, মাতাঃ খুশিদা বেগম, গ্রামঃ আতাকরা, পোঃ পাকফতেপুর, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৮২। মোঃ জহিরুল কাইয়ুম, অফিস সহকারি, বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, চেন্দ্রা, হাজীগঞ্জ, চাঁদপুর (৫০০০/-) ৮৩ । মোঃ আরিফ হোসেন, পিতামৃত-হাসমত উল্যাহ জমাদার, মাতাঃ ফাতেমা বেগম, সাং-হর্নিদুর্গাপুর, পোঃ কালির বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর (৫০০০/-) ৮৪। কুলসুমা বেগম, স্বামীঃ কামাল হোসেন, সাং-দায়চড়া, পোঃ দায়চাড়া, ফরিদগঞ্জ, চাঁদপুর (৫০০০/-) ৮৫। মোঃ রফিকুল ইসলাম মোল্লা, ১৫ নং ওয়ার্ড, চাঁদপুর (৫০০০/-) ৮৬। মোঃ রিয়াদ খন্ডকার, পিতাঃ মোঃ ফারুক খন্ডকার, গ্রামঃ মৈশাদি, পোঃ মৈশাদি, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ৮৭। মোঃ কবির খান, গ্রামঃ ধমকের গাঁও, পোঃ মহামায়া, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ৮৮। জরিনা বেগম, স্বামীঃ বাবুল হোসেন, সাং- পুরান আদালতপাড়া, ১০ নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ৮৯ । মোঃ দেলোয়ার হোসেন তপদার, অফিস সহায়ক, জেলা হিসাব রক্ষণ অফিস, চাঁদপুর (৫০০০/-) ৯০। মোঃ বাবুল বেপারী, পিতাঃ মুসলিম বেপারী, সাং- দাসদী, ০৯ নং ওয়ার্ড, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ৯১। শিল্পী বেগম, স্বামীঃ মোঃ ইমাম হোসেন, সাং- মধ্যেশ্রীরামদী, ০২ নং ওয়ার্ড, পুরান বাজার, চাঁদপুর (৫০০০/-) ৯২। মোঃ সাইফুল ইসলাম, পিতামৃত- দেলোয়ার হোসেন, সাং- রসুলপুর, পোঃ নারায়ণপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর (৫০০০/-) ৯৩। জসিম বেপারী, পিতামৃত- হাসিম বেপারী, সাং- ইচলী, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ৯৪। পেয়ারা বেগম, স্বামীঃ বাবুল খান, পুরান আদালত পাড়া, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ৯৫। ফারজানা বেগম, স্বামীঃ আঃ ওয়াদুদ মিজি, সাং- শোরসাক, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ৯৬। রাজিব দাস, সদস্য, জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দল, ০২ নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ৯৭। আঃ মান্নান, পিতাঃ মহব্বত আলী, সাং- কাদির পাড়, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ৯৮। তাছলিমা বেগম, পিতাঃ ফজলুল হক, মাতাঃ ফজল বানু, জিটি রোড, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ৯৯। মোঃ নুর মিয়া আখন, পিতামৃত- নেওয়াজ আলী আখন, উত্তর বালিয়া, বাঘড়া বাজার, চাঁদপুর (৫০০০/-) ১০০। মোঃ ইব্রাহীম বকাউল, পিতামৃত- হামিদ বকাউল, মাতাঃ সমতা বানু, তরপুরচন্ডী, বাবুরহাট, চাঁদপুর (৫০০০/-) ১০১। মোঃ আহসান তালুকদার, পিতাঃ আবুল হোসেন তালুকদার, চাপিলা ফরক্কাবাদ, ০৯ নং ওয়ার্ড, চাঁদপুর (৫০০০/-) ১০২। মান্নান খান, পিতামৃত- আব্বাছ খান, মাতামৃত-জোহেদা বেগম, দক্ষিণ তরপুরচন্ডী, বাবুরহাট, চাঁদপুর (৫০০০/-) ১০৩। মোসাঃ মাফিয়া বেগম, স্বামীমৃত- মোঃ মনুমিয়া হরকার, পশ্চিম চরকৃষ্ণপুর, আলগী বাজার, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ১০৪। সাজেদা বেগম, স্বামীঃ শহীদ উল্লাহ, মাতাঃ মফরের নেছা, বলশীদ, শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ১০৫। মোঃ দেলোয়ার হোসেন, পিতাঃ মোঃ মফিজ গাজী, গ্রামঃ মৈশাদী (খান বাড়ি), চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১০৬। শিখা রানী মাঝি, পিতাঃ রতন হালদার, সাং-পূর্ব চরকৃষ্ণপুর ০২ নং ওয়ার্ড, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ১০৭। সাগর চন্দ্র দাস, পিতামৃত- হরিনারায়ণ চন্দ্র দাস, মাতাঃ জীবন বালা, সাং- কমলাপুর ০৫ নং ওয়ার্ড, পোঃ আলগী দুর্গাপুর, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ১০৮। হাবিবুর রহমান, অচচ্ছল বীর মুক্তিযোদ্ধা, গ্রামঃ ভিঙ্গুলিয়া বেপারী বাড়ি, আলগী দূর্গাপুর, হাইমচর, চাঁদপুর (৫০০০/-) ১০৯। আলেয়া বেগম, স্বামীমৃত- বদিউল আলম, সাং-ও পোঃ বলশীদ,শাহরাস্তি, চাঁদপুর (৫০০০/-) ১১০। মোঃ কাদির গাজী, পিতাঃ আবু তাহের গাজী, সাং- খুলিশাডুলি, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (৫০০০/-) ১১১। রাকিব, পিতামৃত- আউয়াল, সাং- নাওপুরা, পোঃ খাজুরিয়া, কচুয়া, চাঁদপুর (৫০০০/-) ১১২। জাকিয়া বেগম, পিতামৃত- আঃ ছাত্তার দেওয়ান, মাতাঃ ছালেহা বেগম, পশ্চিম বিষ্ণুদী, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১১৩। মোঃ কাউসার, পিতাঃ এমদাদুল হক, মাতাঃ আয়েশা বেগম, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১১৪। মোঃ নুরুল ইসলাম, পিতামৃত- আবদুল আজিজ মোল্লা, আশিকাটি, বাবুরহাট, চাঁদপুর (৫০০০/-) ১১৫। মোঃ বিল্লাল হোসেন তালুকদার, পিতাঃ আব্দুল মান্নান তালুকদার, আশিকাটি, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১১৬। ভগবতী রানী দাস, পিতা- নিরঞ্জন চন্দ্র দাস, গ্রাম- দাসপাড়া, আমজাদ আলী রোড, পুরানবাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১১৭। জাহানারা বেগম, আবেদনকারী (মা) রোগী মাশরুর আহমেদ, পিতাঃ রাশেদ আহমেদ মিজি, শাহতলি, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১১৮। মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা, দেবপুর, চাঁদপুর সদর, চাঁদপুর (৫০০০/-) ১১৯। সেলিনা বেগম।

শেয়ার করুন

Leave a Reply