উপজেলা পরিবার পরিকল্পনায় চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধিনস্ত চাঁদপুরের হাইমচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ সময় দেয়া হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। এতে আবেদন করতে পারবেন হাইমচর উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন, ওয়ার্ড/ইউনিটের বাসিন্দারা।
দৈনিক চাঁদপুর প্রতিদিনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় , স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ , পরিকল্পনা-১ শাখার ০১/০২/২০২১খ্রিঃ তারিখের নং ৫৯.০০.০০০০.১৫২.১৪.০৪৩.২০১৭-১২৯ নং স্মারক এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর স্বারক নং পপঅ/সিসিএসডিপি/PPV- প্রশা ২৮২/২০১৮/৬৮৮ তারিখঃ ২১/০৬/২০২১খ্রিঃ মোতাবেক পরিবার পরিকল্পনা (LARC & PM), মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে “কাজ নাই, ভাতা নাই” ভিত্তিতে ২০২০-২০২১ অর্থ বছরে অত্র কার্যালয়ধীন ইউনিয়ন সমূহে ইউনিট ভিওিক সর্বমোট ১৫ (পনেরো )জন Paid Peer Volunteer(PPV) হিসাবে বছর ভিত্তিক নবায়ন (প্রাথমিকভাবে ০১ বছরের জন্য) এবং অন্যান্য শর্ত সাপেক্ষে নিয়োগের লক্ষ্যে অত্র উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড/ইউনিটের আওতাভূক্ত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে শর্তসাপেক্ষে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদনের নিয়মাবলীঃ
১। আগামী ১০/০৯/২০২১খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে “মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, হাইমচর, চাঁদপুর ও সদস্য সচিব Paid Peer Volunteer নিয়োগ/বাছাই কমিটি” এর বরাবরে নিন্মলিখিত তথ্যসম্বলিত আবেদন পত্র জমা দিতে হবে।(ক) প্রার্থীর পূর্ন নাম (বাংলা ও ইংরেজী) (খ) পিতার নাম (গ) মাতার নাম (ঘ) স্বামীর নাম (ঙ) ইউনিয়ন ,ওয়ার্ড, ইউনিটের নাম (চ) জন্ম তারিখ (শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী) (ছ) বয়স (১০/০৯/২০২১খ্রিঃ তারিখে) সর্বোচ্চ ৩০বৎসর (জ) বৈবাহিক অবস্থা (ঝ) মোবাইল নাম্বার (ঙ) জাতীয় পরিচয়পত্র নম্বর
২। সংযুক্তি (ক) দুই কপি সদ্যতোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। (খ) শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র। (গ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি । (ঘ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট হতে গৃহীত নাগরিক/ চারিত্রিক সনদপত্র (ঙ) বিবাহিত স্বপক্ষে প্রমানপত্র(কাবিননামা/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র (চ) মুক্তিযোদ্ধ্যা পোষ্য সংক্রান্ত প্রমান পত্রের সত্যায়িত সনদপত্র (মুক্তিযোদ্ধ্যা পোষ্য হিসেবে আবেদন করলে) (ছ) অভিজ্ঞতার(সমাজকল্যাণমূলক/চাকুরী) সত্যায়িত সনদপত্র (যদি থাকে)
৩। প্রার্থীর সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে ।
৪। অসম্পুর্ণ এবং ক্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গন্য হবে ।
৫। আবেদনপত্রের খামের উপরিভাগে “পদের নাম ঃ Paid Peer Volunteer এবং ইউনিয়ন, ওয়ার্ড / ইউনিটের নাম এবং গ্রামের নাম মোটা কালিতে উল্লেখ করতে হবে।

পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ফেইসবুক পেইজে

https://www.facebook.com/chandpurprotidin

শেয়ার করুন

Leave a Reply